সারা জীবনের মত পেছনে পড়ে থেকো না

পবিত্র চৌধুরী
Email: pchow26@gmail.com

পশ্চিমবঙ্গে বহু অঞ্চলে স্কুলছুটদের সংখ্যা বেড়েই  চলেছে । যেই পাঁচ থেকে ছয় শ্রেণীতে উঠলো বা ছয় থেকে সাতে উঠলো, তখনই সংখ্যা কমতে শুরু করে। ঘরে পড়াশোনার অসুবিধে আর পড়া দেখানোর সাহায্য নেই। ঘর বলতে একচিলতে মেঝে ।

মা-বাবা অতি সামান্য কাজ করেন।

এক ছাত্রদরদি অধ্যাপক তার কলেজের MBA শিক্ষাক্রমের পড়ুয়াদের বাইরেও বহু সহায়হীন পড়ুয়াদের জন্যে বহু রকম ব্যবস্থা করতেন। সামাজিক কার্যক্রমে, ন্যায় ও অধিকার রক্ষায় এবং বাংলাদেশে ক্রমাগত হিন্দু নির্যাতন, নিধন সম্পর্কে সমাজে সদভাবনা আনয়নে প্রয়াসী এক দম্পতি, এক দেশব্রতি আইনজীবী এবং এক গণিতজ্ঞ গঠন করেন একটি ট্রাস্ট Beautiful Mind

কলকাতায় রবীন্দ্র সরোবর মেট্রোর নিকট ফ্রি টিউটোরিয়াল ক্লাস আরম্ভ হলো বছর চারেক।

স্কুলের পরে পড়া বোঝার এক সুযোগ পেলো পড়ুয়ারা। অনেক স্কুলে সরস্বতী পুজো হয় না।পড়ুয়াদের নিয়ে Beautiful Mind এবার প্রথম আরম্ভ করলো শ্রী শ্রী সরস্বতী পুজো। পড়ার জায়গার ব্যবস্থা করা অতি দূরুহ । একটু যাতে সুযোগ হয়, তার জন্য, এবার শুরু হচ্ছে Binapani Reading Room। পড়ুয়ারা এখানে স্বাগত। 

 আপনার যদি কোনো কল্যাণমূলক দেশহিত প্রকল্প থাকে, ট্রাস্ট তার বাস্তব রুপায়নএ আগ্রহী। যেমন সুদুরে এক বাড়ি ও জমি পরে আছে সেখানে,উপযুক্ত এক অধ্যয়ন কেন্দ্র গঠন।

ভারত বিদ্যা – চর্চা, হেরিটেজ চর্চা, বিভিন্ন দেশে, বিভিন্ন শিক্ষয়েতনে কিরূপ গতি প্রকৃতির অনুশীলন প্রাপ্ত হয়, সেই সম্পর্কে ভারতীয়রা বিশেষ মনোযোগ দেয় না। ধর্মান্তরকারীদের পক্ষে সেটি এক বিশেষ সুযোগ। পৃথিবী প্রতিযোগিতা মুলক – প্রতিটি বিষয়ে তীক্ষ্ণ নজর প্রয়োজন এবং জরুরি। স্মরণ রাখা প্রয়োজন – মহানামব্রত ব্রহ্মচারী মহারাজের উক্তি: বিভিন্ন প্রসারমূলক ধর্মীয়দের কাঁচা মাল সংগ্রহের ক্ষেত্র হিন্দু। প্রত্যেক মানুষেরই প্রয়োজন অল্প – বিস্তর শিক্ষা এবং জ্ঞানের অধিকার।

Leave a Comment